নিথর কাল
#আলী আকবর হোসাইন
সময় ফুরাতে চায় না সহজে
বিগত উন্ত্রিশটি বছর
দীর্ঘ হতে হতে যেন
শতাব্দী পেরিয়ে গেছে।
সহজে বাতাস খেলে যায়
নারকেলের শাখে,
পাখীরা পাড়ি দেয়
আকাশের সীমা
মাছের শিশুরা সাঁতার কাটে জলে
আমার সময় কেবল দোয়ারে
অলস ভিখেরীর মতো দাঁড়িয়ে থাকে।
জানালা খুলেই দেখি সন্ধ্যার
পিঁচ কালো অন্ধকার
সহজে ঘুরিয়া বেড়ায়।...
সময় ফুরাতে চায় না সহজে
বিগত উন্ত্রিশটি বছর
দীর্ঘ হতে হতে যেন
শতাব্দী পেরিয়ে গেছে।
সহজে বাতাস খেলে যায়
নারকেলের শাখে,
পাখীরা পাড়ি দেয়
আকাশের সীমা
মাছের শিশুরা সাঁতার কাটে জলে
আমার সময় কেবল দোয়ারে
অলস ভিখেরীর মতো দাঁড়িয়ে থাকে।
জানালা খুলেই দেখি সন্ধ্যার
পিঁচ কালো অন্ধকার
সহজে ঘুরিয়া বেড়ায়।...