...

14 views

কোরবানি প্রকৃত খুশি
প্রবন্ধের নাম(কোরবানি প্রকৃত খুশি)
লেখিকার নাম ঃ নাজিয়া তুল ফাতাহ
শ্রেণী ঃ অনার্স ফার্স্ট ইয়ার (বোটানি)

জীবনে বড় হতে হলে মনটাকে চাই বড় করা, ত্যাগের অনুভূতি একটা অন্য রকম তৃপ্তি। আমরা জানি, ঈমান এনে ভালো কাজ করলে আল্লাহ ইহকালিন শান্তি ও পরকালীন মুক্তি উপহার দিবেন। আল্লাহ বলেন, "নিশ্চই আল্লাহ মুমিনদের জান ও মাল খরিদ করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। (সূরা আত তাওবাঃ ১১১)
আমরা চাই যে মহান সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছেন সে আমাদেরকে দান করেছেন মনুষ্যত্ব। বিবেকবানেরা ক্ষমা নামক এক বিশেষ ক্ষমতার অধিকারী। আল্লাহ বলেছেন, " যারা নিজেদের ধন সম্পদ খরচ করে দুরবস্থাতেই হোক, আর সচ্ছল অবস্থাতেই হোক, এবং ক্রোধকে হজম করে আর অন্যান্য লোকদের অপরাধ ক্ষমা করে দেয় সব নেককার লোককেই আল্লাহ খুব ভালোবাসেন।
এছাড়া আমাদের দুনিয়ায় আসার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত করা, এবং আমাদেরকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে, তাই মেহেরবান দয়াময় আল্লাহর জন্যই আমাদের যাবতীয় কার্যক্রম হউয়া উচিত। আল্লাহ সুরা আনয়াম এর ১৬২ নং আয়াতে বলেছেন, "হে নবী বলুন, আমার নামায, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সবই প্রতিপালক মহান আল্লাহর জন্য। ধৈর্য মহত গুন, আল্লাহ মুমিনগণকে পরীক্ষা নিয়ে দেখবেন যে কারা জিহাদী ও কারা ধৈর্যধারনকারী। আল্লাহ বলেছেন, আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয় দ্বারা, ক্ষুধা দ্বারা, আর জান মাল সম্পত্তি, জান ও ফল শস্যের হ্রাস সাধন করে আর (হে রাসূল) আপনি সুসংবাদ দিন ধৈর্যশীলদেরকে। সূরা আল বাকারা ঃ১৫৫ নং আয়াত। আমরা তখনই সফল হতে পারব যখন ঈমান্দার হিসেবে আমাদের মধ্যে তাকওয়া অর্থাৎ আল্লাহ কে ভয় করা এবং তারই নৈকট্য লাভের জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়া। তার পথে চেষ্টা ও সাধনা চালিয়ে যাওয়া। তবেই আমরা সফলকাম হতে পারব। ইনশাল্লাহ।