...

3 views

ভালোবাসার রামধনু


সেদিনও এমনই এক মুহূর্তে বৃষ্টি এসেছিল
সবুজের প্রতিটি কোষে পরিতৃপ্তি ছিল নিখুঁত
আকাশ জুড়ে আলোর খেলায় মেতেছিল বিদ্যুৎ ।

পাতা ঝরার পালায় যখন চঞ্চল শীত
নিঃশব্দে উন্মুক্ত ডানায় আসছে কুঁড়ি
যুগান্তরের নয়নে জেগে ওঠে সাধনার ভোর।
শূন্য দিগন্তের ওপার থেকে সরে যায় আঁধার
বিদায়ী গোধূলির স্নিগ্ধ হিমেল বাতাস আবার
শিউলির সুগন্ধে মাতাল অঘ্রাণজ্যোৎস্না,
কে আছো খোল দোর।
জেগে থাকি একলা রাতে ক্লান্তি ফুরাবে নব জীবনের প্রাতে
বিশ্বাসে বাঁধবো বন্ধুত্বের ডোর।

মানসসুন্দরী দ্বারপ্রান্তে আগত প্রিয়
লাবণ্যপ্রবাহে আনন্দআভায় সে পূর্ণ, আশীর্বাদ দিও !
আজ যে ভালোবাসার রামধনু জাহ্নবীর কূলে
নারীরূপে অন্তররহস্যে হাসে, দেখো এলোচুলে।
©️ শ্রী রাজু গরাই ✍️
#WritcoQuote #writer #writco #writerRajuGarai #poem #RajuGarai #highlights #everyone #antara #Love&love
© কলমে...শ্রী রাজু গরাই