...

1 views

আমি অমানুষ হবই
মা:- কী রে খোকা! বসবি না আজ পড়তে?
       যা এক্ষুনি, ধমক দেব নইলে এবার।
না পড়লে বাবা, পিছিয়ে পড়বি যে ক্লাসে!
       মনে নেই, রেসাল্টটা কেমন হলো সেবার?

খোকা:- আঃ! মা, ছাড়ো তো তুমি ওসব,
             আমি তো করছি চেষ্টা মন দিয়ে।
             একবার না হয় রেসাল্ট হয়েছে খারাপ,
             তা বলে কি ধরে বসে থাকবে গতবছর নিয়ে?

মা:- তা কী করি বল? তুই যদি সারাদিন
       এদিক-ওদিক, এপাড়া-সেপাড়া করিস
       আর বাড়িতে এলে টিভি, মোবাইল নিয়ে বসিস।
       আসছে বছর মাধ্যমিক, দেখব কেমন রেসাল্ট করিস।

খোকা:- মা তুমি ওসব নিয়ে ভেবো না তো
            রেজাল্ট তো আমার মতোই সোজাসাপটা;
            ভালো ফল তো হবেই, না হলেও চাকরি আমি পাবই।
            দৃঢ় বিশ্বাস,...