...

8 views

শূন্যতা
দরজাটা বন্ধ তবু কনকনে ঠাণ্ডা
কিজানি কোথা দিয়ে আসে,
নিস্তব্ধ একাকী ঘর!
দূর থেকে কুকুরের চিৎকার ভেসে আসে, ঠাণ্ডা চায়ের কাপ আর নিভে যাওয়া সিগারেটের ছাই মাখা নিথর হাত!
দেওয়ালের কালো কালো পোকা খায় ক্ষুধার্ত টিকটিকি মাকড়শা, দুচোখ নিস্পলক জড় ,মৃত চিত্রপট !
ডায়রী টা খোলা আছে শুকনো কলম পাশে, মশা গুলো আজ নাই, ফোনটাও অকেজো !
' অমল ' এর চিঠির লেখাগুলো মিলিয়ে যায় ঠান্ডায়, স্বপ্নময় হাই তুলে ঘুমিয়ে পড়ে।
© sneham