...

14 views

শায়রী'র জন্য
কবিতা - জানি না
লিখবো কি করে তোকে;
কি করে ছিটাবো গায়ে -
কালির দাগ,
কি করে ভরাবো - রঙ তুলি
ক্যানভাসে,
কি করে ফোটাবো
তোর দুঃখ - হাসি - রাগ?

কি করে শব্দ ঠাঁই
নেবে ডায়রী তে -
কি করে কাব্য ছুঁয়ে -
যাবে শায়রীকে?
ঠোঁটে লিপস্টিক -
বাকি আছে, এলো চুলে,
চোখে লাইনার
মিশে থেকে যায় কাজলে।

আনমনা মনে,
আনকোরা সেলফিতে -
গণমাধ্যম - লাইকে,
স্টেটাসে, মেসেজে;
চির অব্যয়
আলতো হাসিটা - লাজেতে,
কোমল স্পর্শ
ছোঁয়া রেখে যায় কাগজে।

প্রেমে পড়ে ছোঁটে -
উন্মাদ কালি - কলম;
গদ্য - পদ্য মিলে মিশে
একাকার,
আঁকিবুঁকি কাটে -
চিঠিগুলো সব
ঠিকই বাকি রয়ে গেলো,
স্মৃতিগুলো সব
ধরে রাখা দরকার।

ছুঁটতে ছুঁটতে এখন
ক্লান্ত কলম,
দীর্ঘশ্বাস চেপে রাখা
ডায়রীতে;
আবার নতুন লেখা -
কাল শুরু হবে,
দাঁড়ি, কমা রাও -
ছুঁয়ে যাবে শায়রীকে।

© জিপ্`সি
৫ই নভেম্বর, ২০১৭