...

3 views

পাবজি
নিরাশ-হতাশার মধ্যে যখন-ই থাকিতাম,
তোমাকেই পাইতাম আমি হৃদয়ের মাঝে,
বলো কই গেলে তুমি? আমায় ছেড়ে চীন-জাপানের দেশে?

তোমার-ই স্মৃতিতে খুজে বেড়াই শুধূ তোমাকে,
ফিরে আসতে হবে তোমাকেই আবার আমাদের গেমিং জগতে।

তুমি ছাড়া সব গেম লাগে আমার ফিকে,
এরকম করিলে কি করে থাকিব স্ট্রিম এ আমি টিকে?।

ফিরে আসো তুমি পাবজি!!




#pubgmobile #পাবজি





© All Rights Reserved