একদিন ঠিক হারিয়ে যাব
---একদিন ঠিক হারিয়ে যাব---
কলমে-রশ্মিতা দাস
একদিন ঠিক হারিয়ে যাব
দিগন্ত নীলিমায়,
ছুঁতে অনন্ত নক্ষত্ররাজি
চপল মৃগপ্রায়।
ইঁট পাথরের নগরসজ্জা
বৈভব তুলে ধরে,
আড়াল করে হৃদ-সবুজের
কাঙালতা আঁখি পরে।
দেওয়া নেওয়ার হিসেব খাতার
পৃষ্ঠাগুলি ছিঁড়ে,
ছোট ছোট নৌকো গড়ে
ভাসাব বারিষ ক্রোড়ে।
চেনা পথের বাঁধন ভুলে
পথ হারানোর সুরে,
সুর মেলাব,ভাসাব যত
স্বার্থ ঢেউএর তোড়ে।
ডাকছে আকাশ,রামধনুর ওই
সাতটি নিশানায়,
একদিন ঠিক হারিয়ে যাব
দিগন্ত নীলিমায়।
কলমে-রশ্মিতা দাস
একদিন ঠিক হারিয়ে যাব
দিগন্ত নীলিমায়,
ছুঁতে অনন্ত নক্ষত্ররাজি
চপল মৃগপ্রায়।
ইঁট পাথরের নগরসজ্জা
বৈভব তুলে ধরে,
আড়াল করে হৃদ-সবুজের
কাঙালতা আঁখি পরে।
দেওয়া নেওয়ার হিসেব খাতার
পৃষ্ঠাগুলি ছিঁড়ে,
ছোট ছোট নৌকো গড়ে
ভাসাব বারিষ ক্রোড়ে।
চেনা পথের বাঁধন ভুলে
পথ হারানোর সুরে,
সুর মেলাব,ভাসাব যত
স্বার্থ ঢেউএর তোড়ে।
ডাকছে আকাশ,রামধনুর ওই
সাতটি নিশানায়,
একদিন ঠিক হারিয়ে যাব
দিগন্ত নীলিমায়।