...

2 views

মাগো আমার ! | Maa Go Amar !

তুমি আমার প্রানের খুশির হদিশ , মাগো আমার !
তুমি আমার প্রানের খুশির হদিশ , ও মাগো আমার !


[“মাতা তুমি হে পরম প্রিয় আমার
মোর হৃদয়ের মাঝে গহীন যায়গা শুধু তোমার
জননী তুমি আমার জগতজননী
আজ এই মাত্রী দিবসে করি তোমাকে আহ্বান । ”]

আমার সুখের সারা তুমি
আমার আঁখির তাঁরা তুমি
আমার দুঃখের ফারা তুমি
সব নাপারার পারা তুমি
আমার অশ্রু ধারা তুমি

মনের কিনারায় সদা তুমি
দেখাও পথের হদিশ
সেই পথভোলা নৌকা নিয়ে
আমি ভুলে মোর ক্লিশ

তুমি আমার প্রানের খুশির হদিশ , মাগো আমার !
তুমি আমার প্রানের খুশির হদিশ , মাগো আমার !
তোমার চেয়ে কেউ বড় নয়
বড় শুধু মনটা তোমার

মোর বেদনা ঘোচাও তুমি
সব আনন্দ গোছাও তুমি
আমার অশ্রুগুলি মোছাও তুমি
তুমি আমার প্রানের খুশির হদিশ , মাগো আমার !
তুমি আমার প্রানের খুশির হদিশ , মাগো আমার !

© 𝐵𝑦 𝑆𝑎ℎ𝑖𝑡𝑦𝑎...✒️
#sahitya #song