...

4 views

আসল মানুষ
সময়ের সাথে ঠিক যেমন বদলায় ঋতু ,
একইভাবে বদলে যায় মানুষের চিত্ত।
শুরু আর পরের মধ্যে মিল থাকে না একটুও,
অমিলে এই ভরা দুনিয়াতে অভিন্ন লাগে না একটু ও।
এই কি তবে ভৌবিতব্য চেনা আর অচেনার মাঝে?
মানুষের চেনা রূপ দ্রুত বদলাচ্ছে বারে বারে।
আজ যাকে চেনো তুমি অত্যন্ত ভালো বলে,
কাল...