...

4 views

ওরা আজ ও আছে
ওদের রোজ দেখা হয়না;
তবুও ওরা দুজন কাছের।
ওদের রোজ দেখা হয়না;
তবুও সম্পর্কটা আজ ও আছে।
ওদের রোজ দেখা হয়না;
তবুও ওদের ভালবাসা নীরবে আছে।
ওদের রোজ কথা হয়না;
কিন্তু মনে তারা সব সময়...