...

5 views

অলশ সূর্য
সূর্যি মামা আলশে তুমি,
নেই কী তোমার কাজ?
পালিয়ে বেড়ায় সবার থেকে
নেই কী তোমার লাজ?
সকাল হয়েও হয় না সকাল,
ঘুমিয়ে তুমি থাকো
আলশে মামা ,অনেক তো হোলো
এবার একটু জাগো নাকো!
তাই বুঝি আজ করছে যে রাজ
মেঘ রূপি কুয়াশা।
তুমি না আসায় সকাল এখন
বড্ড ধোয়াঁশা।
তেজ বুঝি সব ফুরিয়ে গেছে,
রাগছো না তো আজ!
অহংকারী সূর্যের মাথায়
কে পারবে তাজ?
দম্ভেভরা মুচকি হাসি
দুপুর বেলায় হাসো,
তবে সঙ্গে করে কেন তুমি
শীতল বাতাস নিয়ে আসো।
অভিমানী সূর্যি মামা
এবার তো রাগ ভাঙো
অন্ধকারময় জগতে
নিজের অস্তিত্বকে পেহচানো।।