...

2 views

মাতৃত্ব
আমার শৈশবের সুগন্ধ ,
তোমার আলিঙ্গনের ভাজে সুপ্ত।
দিনে দিনে বেড়ে ওঠা ,
ছোট্ট একটি ভ্রনানু থেকে একটি পরিনত মানব ,
তোমার পুষ্টিরসে ।
তুমি রক্তাত্ব,
আমার অস্তিত্ব।
তোমার জরায়ু কুটীর,আমার জন্মভূমি।
চারিদিকে আঁধারের ভ্রূকুটি ,
তুমি বললে ,
"ভয় পাস না";
কারন হেথা তোমার পাহারা ।
কৃতঞ্জ আমি ,
এই সৃষ্টিতে আমায় তুলে ধরার জন্য।
দিনটি তোমার,
বলশালী তোমার সাহস।
তোমার ত্যাগ,
আমার অস্তিত্বের জন্য।
এটি তুমি,
আমার মা,
তোমার মাতৃত্ব। ❤





© deyanushree