...

6 views

কুয়াশা জীবন


খুশি হওয়ার কারণ সব বদলে গেছে।
দুঃখ পাওয়ার কারণ এখন অস্পষ্ট ।
রাগের কোন কারণ আর লাগেনা।
হাসির কারন কিছু কিছু মেরে ফেলা গেল না।
আমায় চিনতে পেরে জানতে পারবে,
এমন লোকজন আর খুঁজি না।
আমার তো কুয়াশা জীবন-
ফিকে হয়ে আসছি,
হয়তো এইবার রোদ উঠলে
মিলিয়ে যাব।
- রূপকথা ভৌমিক
© RupkathaBhowmick