...

3 views

মন্থন
এখন ও ভেজা মাটির তাজা গন্ধ
স্পর্শ করে আবেগী বাতাসে,
শরতের মিষ্টি রোদে
শিউলি পাপরির মত নরম
উষ্ম সোহাগ গায়ে লাগে ।
শীতের শীতল ঠান্ডা আবহাওয়া
কোকিলের কুহু কুহু সুরে বসন্তে
ফাগুন নামে পলাশের রঙে,
শ্রাবণের বৃষ্টিধারা ঝরে
পাহাড় বেয়ে,
গ্রামের বধূ ঘোমটা টেনে
গোধূলী ডাকে প্রদীপ জ্বেলে।
তবুও হৃদয়ে কিসের শূন্যতা
বিষাদ মন ভারাক্রান্ত চিন্তা।
সবই আছে যেমনি ছিল আগে
শুধু নেই নির্মল স্নেহ মমতা
নেই আহা পুরোনো ব্বিভলতা,
নেই মানবিক বিচার বুদ্ধি বিবেক
জীবন্ যে বদলে গেছে-
দানবিক যান্ত্রিক হৃদয়হীন
গ্রাস করেছে পৃথিবীর সভ্যতা।
ভাঙতে হবে চুরমার করতে হবে
যত মেকি কায়দা কানুন
নির্মূল করে নিরাশার পরিভাষা
আর দেখনা ঘুমের ঘোরে দিবা স্বপ্ন
ওই যে দূরে আলোর ক্ষীণ শিখা
ঝড়ের ইঙ্গিতে থরথর কম্পিত
আপামর আবাল বৃদ্ধ বনিতা
সময় যে ঘনিত এগিয়ে চলো
দাবানল ছড়িয়ে পড়েছে সীমান্তের পারে
জীবন থমকে গেছে এক নতুন মোড়ে।
© Debabrata Deb