ভুলতে বসা স্মৃতি
একটা প্রজাপতি আমার ঘরের বইয়ের টেবিলে
রোজ এসে বসে আর খানিক বাদে উড়ে যায়
প্রবেশ করে দরজা দিয়ে, বেরোনোর সময় জানলা খোঁজে
কিন্তু শীতের সময় আমি জানালাগুলো সবসময় বন্ধ রাখি।
আজ ভাবলাম আচ্ছা বইয়ের টেবিলে এমন কী আছে?
যার জন্য প্রজাপতিটা রোজ আসে এখানে
পেলাম না খুঁজে তেমন কোনো রহস্য কিন্তু হাতে পেলাম
একটুকরো অতীতের কোনো প্রায় ভুলতে বসা স্মৃতি।
একমাস পর মাধ্যমিক আর তখন সবে ক্রিকেট টা প্রিয় খেলার তালিকায়
কিন্তু হস্টেলে ক্রিকেট খেলায় নিষেধাজ্ঞা জারি হলো
আমরা মেনে নিলাম না তা ; বিকেল হলেই খেলা শুরু করতাম
একদিন ইন-চার্জ রেগে আমাদের...
রোজ এসে বসে আর খানিক বাদে উড়ে যায়
প্রবেশ করে দরজা দিয়ে, বেরোনোর সময় জানলা খোঁজে
কিন্তু শীতের সময় আমি জানালাগুলো সবসময় বন্ধ রাখি।
আজ ভাবলাম আচ্ছা বইয়ের টেবিলে এমন কী আছে?
যার জন্য প্রজাপতিটা রোজ আসে এখানে
পেলাম না খুঁজে তেমন কোনো রহস্য কিন্তু হাতে পেলাম
একটুকরো অতীতের কোনো প্রায় ভুলতে বসা স্মৃতি।
একমাস পর মাধ্যমিক আর তখন সবে ক্রিকেট টা প্রিয় খেলার তালিকায়
কিন্তু হস্টেলে ক্রিকেট খেলায় নিষেধাজ্ঞা জারি হলো
আমরা মেনে নিলাম না তা ; বিকেল হলেই খেলা শুরু করতাম
একদিন ইন-চার্জ রেগে আমাদের...