ভালোবাসি
ভালোবাসি বলবো বলে
একছড়া ফুল কেনার বাই
উঠলো মনে জোয়ার ভাঁটা
আস্তে মাঝি, অন্যথায়
মনের অতল অন্ধকারে
উঠবে ভীষণ ঝড় যে আজ
নাও কে করে উথাল পাতাল
সামলা মাঝি নিজের কাজ।
ভালোবাসি...
একছড়া ফুল কেনার বাই
উঠলো মনে জোয়ার ভাঁটা
আস্তে মাঝি, অন্যথায়
মনের অতল অন্ধকারে
উঠবে ভীষণ ঝড় যে আজ
নাও কে করে উথাল পাতাল
সামলা মাঝি নিজের কাজ।
ভালোবাসি...