দুঃখ আহুতি
তোমারে পাইব বলে ছাড়িনু গৃহখানি
কত শত পথে ভ্রমিয়া ভ্রমিনু দিবাযামী
না পাইনু দিশা পথের নিশানা দিন শেষে
আর না ঘুরিব তোমারে খুঁজিয়া নির্বিশেষে
ফিরি গৃহে মাঝে মানুষের সাথে মিশে যাব
তোমার বিরহে আহুতি করিব দুঃখ সব
© story and poem
কত শত পথে ভ্রমিয়া ভ্রমিনু দিবাযামী
না পাইনু দিশা পথের নিশানা দিন শেষে
আর না ঘুরিব তোমারে খুঁজিয়া নির্বিশেষে
ফিরি গৃহে মাঝে মানুষের সাথে মিশে যাব
তোমার বিরহে আহুতি করিব দুঃখ সব
© story and poem