...

14 views

কবিতাঃ "জাত ধর্ম"
কেনো আমায় এতো ভালোবাসিস ?
তোমার তো জাত জানি...
তোমার ধর্ম জানি,
তোমার চোখের চাওনি বড্ড ভোলাই আমায়,
আমার অন্তরে অন্তরে তোমার স্বরুপ...!

কী আছে তোমার মধ্যে...?
এই তো কবিতায় পরিচয়, বারবার ছুঁয়ে যায় হৃদয়
কলমে কথা না হলে, আমার একাকীত্ব মনে হয়।
কেনো যে ভালোবাসি তোমায়.…?
বুঝতে পারি না মোরে।

কী জানি এমন কেনো হয়...?
শুনেছি মন ছুঁয়ে ভালোবাসলে...
ভালোবাসার রংধনু মেলে।
নেই জাত ধর্ম ও গোত্র,
সেই অবাধ ভাবে মিশে যায়...
ভা-লো-বা-সা।
তোমার স্পর্শ বাস্তবে নেই!
কিন্তু,মন পারাতে তোমার কেনো এতো আনাগুনা!!

আমি জাত অন্যে, তুমি কী দেবে দূরে সরিয়ে...?
আমি প্রেমে বিশ্বাসী নই,প্রেম মানেই একের পর এক চাহিদা পূরণের স্বত্ত
থাকে না নিজস্বতা বোধ, সৃষ্টি হয় স্বার্থ...
দিনের পর দিন নিজ ইচ্ছা গুলো অর্ধচন্দ্র আঘাত পায়।

থাকো না নীরব ভালোবাসা হয়ে।
যেমন প্রতি দিন সূর্য ওঠে, তেমন আবার সন্ধ্যা ও নামে....
তুমি না হয় জাত ধর্ম বাদ দিয়ে,এমন করে ভালোবেসো....!!

✍️অর্পি

#কলমে_রুপি
#writco #yqbaba #love #friendship

© All Rights Reserved