...

0 views

কার জিত কার হার
কতদিন দেখিনা তোমায়। তুমিও বহুকাল খোঁজো না আমায়। অভিমান ভুলে আমিও ছুটে যাইনি তোমার কাছে । তুমিও পিছু ডাকোনি একটি বার!

দূরে থেকেও তোমার পথ চেয়ে থেকেছি রোজ, ভাবতাম এই বুঝি তুমি কাছে এসে জড়িয়ে ধরবে আর মিটিয়ে নেবে সব মান অভিমান। আবার শুরু হবে আমাদের পথ চলা।

রোজ পথ চেয়ে থেকে, অভিমানের পাহাড় বইতে বইতে আমি কি ভীষণ ক্লান্ত তুমি খবর রাখনা।
আসলে কি বলো তো আমরা কেউ কারোর কাছে ছুটে যাবো না, মৃত্যু সমান কষ্ট পেলেও সইতে রাজি তবুও যাবো না। তুমি ভাবো আমি তোমার কাছে আগে যাই, আমি ভাবি তুমি আসবে। আর সাথে ইগো তো আছেই।
তবু আমরা শিখব না, বুঝব না, জীবনটা অল্প সময়ের জন্য। বুঝব না একে অপরের ইগোর জন্যই একটা সুন্দর সম্পর্ক মরে যাচ্ছে।

এই ইগোর লড়াইয়ে আমরা ভুলে যাই আমাদের হাসি খুসিতে কাটানো সব দিন, ভুলে যাই হাত ধরে পথ চলা, দুজনের পছন্দ অপছন্দ ভুলে যাই। শুধু মনে রাখি আমাদের ইগোই সব।

ভেবে দেখো, একজন এগিয়ে এলেই আবার একটা মরতে বসা সম্পর্ক বেঁচে উঠবে।
সবকিছু ভুলে আমরা কি আমাদের পথ চলা শুরু করতে পারি না ? শুধুমাত্র ইগোর কাছে হেরে যাব দুজনেই!
✍️রিম🙂