...

2 views

"বিষণ্ণ-প্রেম"
একলা ঘরে অন্ধকারে,
মন যে তোমার অস্থির...
আমিও একই বদ্ধ ঘরে,
নিশ্বাস নিও সস্থির।
একলা আমি,একলাই জীবন
জীবন যে বড় কষ্টের,
ভেবো না তুমি এরম জিনিস
এসব ভাবনাই নষ্টের;
দুঃখ তোমার,কষ্ট তোমার
পারবো না কিছু করতে,
অচেনা আমি,চিনবে না আমায়,
পড়েছি প্রেমে,চাই চলতে।।