"বিষণ্ণ-প্রেম"
একলা ঘরে অন্ধকারে,
মন যে তোমার অস্থির...
আমিও একই বদ্ধ ঘরে,
নিশ্বাস নিও সস্থির।
একলা আমি,একলাই জীবন
জীবন যে বড় কষ্টের,
ভেবো না তুমি এরম জিনিস
এসব ভাবনাই নষ্টের;
দুঃখ তোমার,কষ্ট তোমার
পারবো না কিছু করতে,
অচেনা আমি,চিনবে না আমায়,
পড়েছি প্রেমে,চাই চলতে।।
মন যে তোমার অস্থির...
আমিও একই বদ্ধ ঘরে,
নিশ্বাস নিও সস্থির।
একলা আমি,একলাই জীবন
জীবন যে বড় কষ্টের,
ভেবো না তুমি এরম জিনিস
এসব ভাবনাই নষ্টের;
দুঃখ তোমার,কষ্ট তোমার
পারবো না কিছু করতে,
অচেনা আমি,চিনবে না আমায়,
পড়েছি প্রেমে,চাই চলতে।।