...

19 views

সেই মেয়েটি
সেই মেয়েটি আজ আর আসে না।
তাঁর নূপুরের শব্দে প্রাণ ও আর ভাসে না।
কেউ তো আর বলে না আম লেবে গো... আম।
তাঁর স্নিগ্ধ মধুর আওয়াজে মোর পূর্ণ হয় না মনস্কামনা।
আম বাগানে খেলে না তাঁর খিলখিলানি হাসি।
তাই আজ মোর মন বাগান যেন ভাঙা পোড়া বাঁশি।
সেই মেয়েটি আজ আর আসে না পুকুর ঘাটে জল নিতে।
সে কী আজ আর চুল বাঁধে না আমার দেওয়া লাল ফিতেতে?
সে কী আজও কানে ধুলায় আমার দেওয়া কানের দুল?
সে কী আজও রাখে আমার জন্য তাঁর মন বাগানের ফুল?
সে আর বাজায় না আমার ঘুম ভাঙানোর জন্য তাঁর কাঁচের চুরি!
হোক না সে সহস্র হাজার বছর বুড়ি।
সে আর কাঁদে না মুখ লুকিয়ে মোর বুকের মাঝে।
তাঁর শীহরণ জাগা আলতো জোয়ার স্মৃতি মোর আজও মনে আছে।
সে আর বলে না ভালোবাসি তোমায়।
সে শুধু তাঁর কবরে নিরব স্বরে ঘুমায়!!!


_kutuli dooks😜