...

3 views

সর্বহারা চাষি
আকুল গরম শেষে ব্যাকুল বরষ ধারা ছাপিয়া নদীর তীর করিল যে ঘরহারা, সে তীব্র ধ্বনিত কত প্রবল মুষলধারা ধরিয়াছে জাপটে,আর করিয়াছে ঘরছাড়া।

ব্যথিত করিয়া চাষি নিজ মনঅন্তর
খুঁজিয়াছে মরুহীন মরীচিকা প্রান্তর।
নাহি পায় তবু সে তো আশার ঝলক
ভগবানে মনে করি বুঝিছে পলক।

হৃদয় কুপিত করি দুঃখের সহিত
করিয়াছে ব্যক্ত ভগবানের সমীপ।
তবু নাহি মিলে তারে সঠিক বিধান
যেন ভগবান তারে করিয়াছে প্রত্যাখ্যান।

অধিক বেদনা সে নিজে করিয়া বহন
অন্তিম ভক্তিতে করিল স্মরণ।
ভগবান যেন আজ শয়নে বিভোর
নাহি পায় শুনতে কাকুতি ভরা স্বর।

বহিতে না পারিল চাষি দুঃখের বেদনা হস্তান্তরে করিল বদ্ধ সকল দেহচেতনা,
শ্বাস বদ্ধ করিয়া নিজেকে করিল হরণ
নিজ হস্তে করিল নিজের মৃত্যুরে বরণ।
© SDC