...

4 views

অবেলায় প্রেম
প্রেম কেমন করে হারিয়ে যায়
কে বা জানে?
প্রেম নেই আমার।তার হাত ধরেছি
কি করে যে বলি?
যদি বলতে পারতাম সন্ধ্যা প্রেম কেমন!
শীতের রাতে অঙ্গের উষ্ণতা যেন স্বপ্নের মতন
আমার বাহু ডোরে ছিল প্রেম, হৃদয়ের ঢেউ
কে বা জানত?

সন্ধ্যার আকাশে ভেসে ওঠে সেই অজানা প্রেম
আকাশ ছোঁয়া নয়, আকাশের আকারে হৃদে

প্রেম যে কি করে যাই?
হৃদয়ে প্রেম আছে মিশে।


#PlatonicLove
© All Rights Reserved
#কলমে_অর্পি