...

3 views

বিরহ
---বিরহ---
কলমে-রশ্মিতা দাস

রজনীগন্ধা ডাক দিয়ে ফেরে
চাঁদ যে জেগেছে আকাশে,
সুদূর হতে যে কোন সে পিয়াস
সুর হয়ে ভাসে বাতাসে.
সে সুরে যে বাজে অজানা ব্যাথার
ব্যর্থ আত্মপ্রকাশ,
একাকিনী আমি মাতি অভিসারে
সাজিয়ে মনের আকাশ.
খুঁজে ফিরি শুধু সূর্যাস্তের
রক্তিম ছোঁয়াখানি,
তোমার অধরে গভীর পিয়াসে
এ সাগরে সুরাপানি
করে মাতোয়ারা আমি দিই সাড়া
ও দুটি গহীন চোখে,
দূরে আছি,ব্যাথা ভাসাই বাতাসে
আজ কে আমায় রোখে!
আকাশেতে চাঁদ করে বিনিময়
সুখ,বাঁচি শুধু তাতে,
শুনশান চারিধার,হিয়া বড় চঞ্চল
মধুরাতে........