...

5 views

রাজপথে কবি
রাজপথে কবি
সাদিয়া তাবাসসুম
রাজার পথে বিছানো থাকে লাল গালিচা

আর সাধারণ প্রজার পথে বিছিয়ে থাকে কাটা,
রাজা  হাসিমুখে লাল গালিচায় হেঁটে চলে
পায় অনেক মানুষের অভ্যর্থনা;
অন্যদিকে প্রজাকে তার  পথের কাটা। পেরোতে গিয়ে আহত হতে হয়!
কোন প্রজা মৃত্যু কে হাসিমুখে বরণ করে নেয়।
পরে কিছু মানুষ জানায় তাদের  সমবেদনা,
প্রতি বছর পালিত হয় একটি স্মরণীয় দিবস।
রাজপথে এসব দেখে কবির মনের গহীন থেকে, বেরিয়ে আসে এক একটি শব্দের
উপমা।


© সাদিয়া তাবাসসুম