...

5 views

ইস্তাহার
যদি হঠাৎ কোনো ভোরে,
প্রয়োজন ছাড়াই প্রয়োজন হয়
আমায় আবার নতুন করে,
যদি ডাকতে ইচ্ছে করে
আমার নামটা ধরে,
সোহাগ করে রেখেছিলি যা,
ঠিক সেই নামটা যত্ন করে,
যদি সাধ হয় সাধারণ
সংসার রচনা সম্পাদনার
আর ইতি উতি তুই আমি
যুক্তফ্রন্ট সরকারের,
যদি চাই চুম্বনে একাকার
ইট পাটকেল হাতুড়ি কোদাল
বৃষ্টির মতো স্থির নিক্ষেপ,
যদি আদরে আবদারে,
ঠোঁট ফুলিয়ে নাকের ডগা লাল
তবু গালে গাল ঠেকিয়ে,
যেন গর্বিত কাঙাল,
তবে শোন প্রিয়।
তোর পিরীতি রং মেখে ঘুরে ফিরি।
তোর স্মৃতি বিজড়িত মনে মধু মালিশ করি।
মৃত সম্পর্কের দুয়ারে আমি সম্মোহনী সাবিত্রী,
রন্ধ্রে রন্ধ্রে দূষণ রোধে ভুলের বাঁধ,
তাই প্রিয়, শুধু স্মৃতিটুকুই থাক।
পুরনো হিসেব কাটাকুটি,
নতুন হালখাতা নামানো হয়নি।
© RupkathaBhowmick