সুবাহা (Shubaha)
শরৎ সকাল, বিন্দু বিন্দু জল, কচি ঘাসের আগায়
শরতবাণীর বীণা, ললিত সুরের দেনা, টানছে আমায়
সাদা মেঘের ভেলা, মন যে উজালা, সুবাহা রাগিণীর
মানে না মন, করে উচাটন, কবে পাবো শান্তি নীড়
ছুটির একদিনে, রথতলা করি অচিনে, মন করে খেলা
ফোটেনি আলো, সবকিছু কালো, শেষ আধারো বেলা।
আমি একা স্থির, গাছ গুলো নিবিড়, পাখিরও কথায়।
চার পাশ তৃণলতা, নিঃশব্দে বলে কথা, শুকনো পাতায়
জন প্রানিহীন, শূন্য সুরের বীন, তখনো যে নীরব।
ধ্রুব শীতল, কণ্ঠ অতল, বিহঙ্গ সুরের কলরব
পাখির কলতানে, চিনা কোনো গানে, হাজির লাল গালিচায়
হাঁটতে হাঁটতে পথ, থামলো আমার রথ, কোন এক বাগিচায়
কি যে এক ঘ্রাণ, মুগ্ধ মনপ্রাণ, কোথা থেকে আসে?
পাহাড়ের কাছে, দাড়িয়ে আছে, মুক্তমালা কেশে।
সবুজ তার পাতা, সাদা ফুল গাঁথা, তুমি গাছকন্যা?
বললো সে হেসে, আমায় ভালবেসে, আমি যে...
শরতবাণীর বীণা, ললিত সুরের দেনা, টানছে আমায়
সাদা মেঘের ভেলা, মন যে উজালা, সুবাহা রাগিণীর
মানে না মন, করে উচাটন, কবে পাবো শান্তি নীড়
ছুটির একদিনে, রথতলা করি অচিনে, মন করে খেলা
ফোটেনি আলো, সবকিছু কালো, শেষ আধারো বেলা।
আমি একা স্থির, গাছ গুলো নিবিড়, পাখিরও কথায়।
চার পাশ তৃণলতা, নিঃশব্দে বলে কথা, শুকনো পাতায়
জন প্রানিহীন, শূন্য সুরের বীন, তখনো যে নীরব।
ধ্রুব শীতল, কণ্ঠ অতল, বিহঙ্গ সুরের কলরব
পাখির কলতানে, চিনা কোনো গানে, হাজির লাল গালিচায়
হাঁটতে হাঁটতে পথ, থামলো আমার রথ, কোন এক বাগিচায়
কি যে এক ঘ্রাণ, মুগ্ধ মনপ্রাণ, কোথা থেকে আসে?
পাহাড়ের কাছে, দাড়িয়ে আছে, মুক্তমালা কেশে।
সবুজ তার পাতা, সাদা ফুল গাঁথা, তুমি গাছকন্যা?
বললো সে হেসে, আমায় ভালবেসে, আমি যে...