...

1 views

যুদ্ধ
যুদ্ধ
শ্রী রাজু গরাই ৯ই আগষ্ট ২০২৪

ওরে ভণ্ড পাষণ্ড মুর্খের দল
কোন চোখে দেখবি মায়ের লজ্জা!
মাতৃভূমি কাঁদছে...!
চেয়ে দেখ অগ্নিময় আকাশ বাতাস মহাশূন্য --
দেখছিস না পথে পড়ে গড়াগড়ি খায় দেবতা!

বাতাস হয়েছে ভারি বারুদের ঘ্রাণে
বুলেট বিঁধছে শয়ে শয়ে নিরীহ প্রাণে
আকুল আর্তস্বর ---
বিধ্বংসী অনলে ভস্মীভূত জীবন্তলাশ
মুর্হূরমুহু ক্রন্দন-রোল ধ্বনিত আকাশে বাতাসে
হে খোদা হে ঈশ্বর হে গড হে প্রভু ... ...
রক্ষা করো, রক্ষা করো ... ... ...!

ক্ষমতার অপব্যবহারে, দম্ভে চালাও গণহত্যা
এ কোন শিক্ষার পরিণতি ?
কূটনৈতিক বিভীষিকা কিসের লোভে ?
চূর্ণ চূর্ণ হয়ে যাবে পায়ের তলার মাটি।

অন্যায় আর নয়, ফিরে এসো ... ..
ফিরে এসো কোটি জন্মের পাপ হতে!
বাঁচার অধিকার যে সবার
আপনি আমি সংখ্যালঘু বা নিরীহ সবাই অমৃতের সন্তান।
© কলমে...শ্রী রাজু গরাই

#WritcoPoemPrompt122
#WritcoQuote #writco #writerRajuGarai #poem #RajuGarai #Time-line
© কলমে...শ্রী রাজু গরাই