...

5 views

খুঁজিনি আমায়
আমি কখনো খুঁজিনি আমাই
হ্যাঁ !
শত বার আইনাই দেখেছি এই আমি টাকে,
তাও যেন করতে পারিনি আলাপ
বদলে ছেয়েছি চিনতে তোমাদের ; যেনো বড্ড আঁতেল আমি!
শেষ মেষ তোমাদের বিষ বান বিদ্ধ করেছে আমাই🙂
বার বার পেতেছি বুক
বার বার বারং বার!
আমি আবারও জীবনানন্দ হয়ে বনলতা কে খুঁজেছি
কখনো বা নজরুল হয়ে খেজুর পাতার নুপূর খুঁজেছি!
শুধু এই আমি টাকেই খোঁজা হয়ে ওঠেনি🙂
আজ বড়ই ক্লান্ত লাগে এই সফরে ,
আমি মহুয়ার মৌ নই
নই কোনো জল পিপাসু চাতক!
বুঝি এভাবেই হতে হই দয়ার দাবিদার??😖
আমি তো তা পারিনি !
তবে ওই আইনায় দেখা আমি টাকে খুঁজতে পারি;
একবার না হই প্রেম বাণী এই আমি টাতেই ডুব দিয়ে পড়ি-
হয়ে দেখি কোনো বৌদ্ধ পরিব্রাজক আমার মনের নগরী তে !
হয়তো বা সেখানেই মিলবে সুখের আর্শি নগরের আজীবন পাওনার খোঁজ🥰