...

1 views

কবিতা: আমার ভয়েজার।।
কবিতা: আমার ভয়েজার।

মর্ত্য মাঝে জন্ম আমার
কোন এক মায়ের ছোট্ট পেটে,
মর্ত্য ঘেঁটে ও পেট ভরেনা
তাইতো মগজ ভয়েজার হয়ে ছোটে।
আমি যদিও মর্তে বসে,
ভয়েজার যত হোক বামন
সকল স্বাদ পেতে
দুর দিগন্তে অবিরাম ছোটে ,
ফিরে বা নাই ফিরে আপন বাটে
নাই পরোয়া, ঘুরে ঘাটে ঘাটে
যত পারে আনন্দ লোটে
নরকে নয় নিশ্চয়
স্বর্গ যদিও বা না জোটে।

**KRN**
01.07.2024.T
Writco: 01.07.2024
© Don't KR