...

2 views

কবি প্রণাম:

রবীন্দ্রনাথ ঠাকুর তুমি হলে বিশ্বকবি।
তোমার এত কবিতা গদ্যের জন্য এত ছবি।
আমরা তোমায় করি শ্রদ্ধা ও ভক্তি।
তুমি আমাদের দাও কবিতা লেখার শক্তি।
গীতাজ্ঞলী লিখে তুমি পেয়েছ নোবেল পুরস্কার।
নাইট উপাধি ত্যাগ করে বৃটিশকে করেছো তিরস্কার।
তুমি লিখেছো সর্বকালের শ্রেষ্ঠ গীতাজ্ঞলী।
তোমাকে আমরা দিই আজও শ্রদ্ধাজ্ঞলী।
বঙ্গভঙ্গের জন্য তুমি লিখেছো অজস্র গান।
রাখি বন্ধনে বেঁধেছো তুমি সবার প্রাণ।
বাইশে শ্রাবণ করেছো তুমি পরলোক গমন।
তোমার মতো কবির যেন হয় ভারতবর্ষে পুনরাগমন।
© Arka Samanta