...

2 views

শুধুই অপেক্ষা


গল্পটা যদি এমন হত
ইলশেগুঁড়ির বৃষ্টির মতো,
ছুঁতাম আমি তোমায়
মন খারাপের দিনে;
মেঘ হয়ে ভেসে যেতাম
দিনের শেষ ক্ষনে।

গল্পটা যদি এমন হত
আমি তারার মতো,
আলো নিয়ে আসতাম আমি
তোমার মেঘলা আকাশে;
দুঃখ শত ভুলিয়ে দিতাম
স্নিগ্ধ আলোর আলতো পরশে।

গল্পটা যদি এমন হত
আমি রামধনুর মতো,
বৃষ্টি শেষে উঠতাম হেসে
বিদায় ক্ষনে আকাশ নীলে;
ইচ্ছে হলে খুঁজতে আমায়
স্বপ্ননীলের ওই মিছিলে।

গল্পটা যদি এমন হত
আমি জোনাকির মতো,
বন্ধু হয়ে পাশে থাকতাম
তোমার একলা রাতে;
গল্পটা শেষটা ভালোই হতো
সুখপাখি দের গানের সাথে।।,,,,