...

1 views

অতীত
দূরত্বের জ্বালে, যুদ্ধে আজ, মস্তিষ্ক ও মন!
দিনের শেষে, ভালোবাসাও সেই ক্লান্ত পথিক,
তৃষ্ণার্থ চোখের জল, খোঁজে মানুষ আপন।
শত শত স্মৃতিরা, বিদ্রোহে, ভেঙে পড়েছে ওই,
শ্বাসরোধে মারা পড়েছে, তলিয়ে গেছে স্বপ্নগুলো
যুক্তির ভিড়ে, শিকল বাঁধা, অনুভূতি আর কই!
পারলাম না রাখতে, সব অধিকার তাই, নষ্ট!
আজ আমি অতীত, শুধু, গল্প হয়ে রয়ে গেলাম
সময়ের পাশে, যত্নে রাখবো, তোমার দেওয়া কষ্ট!।।

© All Rights Reserved