...

12 views

একটি বার দেখা
একটি বার দেখা
নির্ভয়

তোমার টানাটানা চোখ
ঢেকে ছিলে কাজলের লতায়।
লম্বা কেশের গুচ্ছ
বেঁধে ছিলে রজনীগন্ধার খোঁপায়।

বিকেলের মৃদ শীতল হাওয়া...