...

12 views

একটি বার দেখা
একটি বার দেখা
নির্ভয়

তোমার টানাটানা চোখ
ঢেকে ছিলে কাজলের লতায়।
লম্বা কেশের গুচ্ছ
বেঁধে ছিলে রজনীগন্ধার খোঁপায়।

বিকেলের মৃদ শীতল হাওয়া
বয়ে যায় তোমার সারা গায়।
শীতল হাওয়ার দোলায়
তোমার শাড়ির আঁচল ঢেউ লহরায়।

তুমি , ..তোমার অধরে
গোলাপের পাপড়ি খেলায়।
তোমায় একটি বার একটু দেখে
মন ভরে গিয়েছিল মন মুগ্ধতায়।
***************
@Nirbhay
#নির্ভয়
#poem
#কবিতা
#writco
#WritcoQuote