...

5 views

সুখ
দিনের বেলায় আঁধার নামে
মন কেমনের একলা ঘরে,
কার অপেক্ষায় প্রহর গোনে
ক্লান্ত নিঝুম দুপুরে।।
রাতের শেষে ক্লান্ত মন
সুখ খুঁজে পায় শীতের ভোরে,
পাখির ডাকে, ওঠো জেগে
আলো জ্বলুক অন্ধকারে।।

© Nibedita