...

1 views

লোভ
স্বল্পে যেন মন ভরে না আরো চাওয়ার মন চাই,
তার জন্য যতই নিচে কতই বা নামতে হয়।
রাতারাতি ধনী হওয়ার কার থাকে না স্বপ্নে?
তখন লোভ আরও বেড়ে যায় চোখ লেগে যায় রত্নে।
মান সম্মান টা হুঁশ থাকে না দেওয়ার নেওয়ার ক্ষেত্রে,
তখন শুধু লালসাই ঘোরে দিন রাত তিন নেত্রে।
পাপের কথা ভুলে যায় সব  মনে হয় পুন্য,
মাথার উপরে আকাশ শুধু পায় পায়ের নীচটা যেন শূন্য।
ধনীর স্বপ্ন আরও ধনী হোক না তাতে পাপ,
কিন্তু ওই পাপ চেনে না কে ছেলে?কে বাপ?
কোন দিক যে বাঁশ মারবে জো পাবে না জানা,
অতদিনের দুই নম্বরী হতেই পারে হানা।
পরিশ্রমী হও না তুমি খাঁটি হয়ে কাজ করো,
দুই নম্বরী ব্যবসা করে কেনো মানসম্মানে লাজ ধরো।
কি করবে অত সম্পদে মনটা বড়ো রাখো না?
দুই নম্বরী পড়বেই ধরা যেথায় তুমি থাকো না!
গরীবত্বের সুযোগ নিয়ে যতই তুমি খেলো,
পাপের নাম বাবাজী তোমায় করবেই এলোমেলো।
কী দরকার চোরাই ব্যবসা তোমার এতই অভাব বুঝি?
অত টাকার মালিক হয়েও তুমি? এই উত্তর আমিও খুঁজি!
পাপ তো  নিজে করেছিলেই অন্য জনকেও সঙ্গী,
বাহ্;এক...