...

1 views

আমার মুক্তি তোমাতে
স্মৃতির জ্যোৎস্না পাথর ঘষে ,যতই সাজাও আলোক তরী,
আমিও ভগবানের কাছে,তোমার খুশির আবেদন করি,
যতই স্মৃতি পালক সাজাক,মিথ্যে সেসব আজ,
তোমার ভালো থাকায় সুখী,সেই অলঙ্কার ই আমার সাজ,
তোমার খুশি জোনাক সেজে রাত পাহারায় আলো,
ভগবানের পুতুল খেলায়,তোমায় রাখুক ভালো,
মুক্ত পাখি,ইচ্ছে করে কখনো যদি যেতে চাই মুক্তির খোঁজে ,
বাঁধন দেবে আগল খুলে,মরীচিকা ও মুক্তি বোঝে।

© অনুরাধা