...

21 views

কবিতা- তোমার আমার মিলন
তোমার আমার মিলন

মোঃ আতাউল করিম

আজ আকাশের মন ভালো না,
সংসদীয় অধিবেশনে এই প্রথম সরকারি দল বিরোধী দল ঐক্যমত হয়েছে।
ভয়ে সম্প্রতি চন্দ্রিমা উদ্যানে দুটো নেড়ি কুকুর আত্মহত্যা করেছে,
মিথ্যার সাথে গোলাপীর ডিভোর্স হয়েছে বলে
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে হৈ-হুল্লোড় লেগে গেছে।
প্রবাসীরা কান ধরে কাজ ছেড়েছে এই ভেবে যে সবাই মমতাময়ী...