...

0 views

পিছুটান
পেরিয়ে গেছে বছর পাঁচ, ভেঙে যাওয়া নিজেকে তিল তিল করে গড়ে তুলছি আবার নতুন করে।
শুনেছি সংসারে মন দিয়েছ, আছে দুই সন্তান। গোছানো সংসার, স্ত্রী সব মিলিয়ে সুখ উথলে পড়েছে তোমার জীবনে।

আমিও ব্যস্ত আজ অন্য শহরে। বেশিরভাগ সময় ব্যস্ততায় আটকে থাকাই এখন আমার স্বভাব।

তবু মাঝে মাঝে কেন পিছু ফিরে চাই জানিনা। পিছনে ফেলে আসা দিন গুলো চোখের সামনে ভেসে উঠলেই দেখতে পাই কি ভীষণ বেহায়া আর কাঙাল ছিলাম আমি। অতীতে আমি ছিলাম কই? সবকিছুতে তুমিইতো ছিলে। আমার কথার দাম ছিল না কোনো তবু পড়ে থাকতাম তোমার কাছে। একটুখানি ভালোবাসার আশায়। আমি বুঝিনি ভীক্ষে চেয়ে ভালোবাসা পাওয়া যায় না। তখনই নিজের প্রতি এক প্রকার ঘৃণা জন্মায়। আবার কাজে ব্যস্ত হয়ে পড়ি সব ভুলে যাই, জন্ম নেয় আজকের এই কঠিন আমি।

এরপর আসে রাত আমার কাজের ছুটি। সেই সুযোগেই ঝাঁপিয়ে পড়ে তোমার সাথে কাটানো মুহূর্তরা। আমাদের খুনসুটি, মান অভিমান সব মনে পড়ে। জমে থাকা অভিমানে হৃদয় কালো মেঘে ঢেকে যায়। ঘুম আসেনা আর, জেগে থাকি! মনে পড়ে কিভাবে তুমি আমাকে ছন্নছাড়া করে নিজেকে গুছিয়ে নিয়েছ। এসব ভাবতে ভাবতে বুক ভারী হয়ে কান্না আসে, দম বন্ধ লাগে। তাই কখনো কখনো বাধ্য হয়ে হেডফোনে চলতে থাকা গানের সাহায্য নিয়ে চোখ বুজে থাকি বিছানার এক পাশে।
চোখ খুললেই পুনরায় ব্যস্ত হওয়ার ঠিকানায় পৌঁছে যাই।

এক একটা দিন একাই কেটে যাচ্ছে এভাবেই। এখন জীবনে কাউকে রাখতে ভয় হয়, কোনো বন্ধু বা মনের মানুষ কাউকেই রাখিনি। সবার থেকে অনেক দূরে আমি, তোমার থেকে তারও আগে থেকে। বাড়ি ছাড়া কারো সাথে কোনো রকম যোগাযোগ রাখিনি কেউ আমারও খোঁজ নেয়নি।
ঘড় পালানো মানুষের মতো এ শহরে একা রয়েছি, শুধুমাত্র ঐ শহরে ফিরব না বলে! ওখানে আমার একটা পিছুটান আছে সেটা তুমি।
যদিও তোমাকে সুখে থাকলে দেখলে ভেঙে পড়বো এতোটা দুর্বল আমি আর নেই। তবু ফিরব না!

মাঝে মাঝে নিজেকে অসহায় মনে হয়, রাস্তায় লক্ষ্যহীন হয়ে হেঁটে চলি।
নিজেকে সামলে আবার ফিরে যাই গন্তব্যে।
এমনই প্রতিদিন নিজেকে খুঁজতে গিয়ে হারিয়ে ফেলি, হারিয়ে ফেলে আবার খুঁজে পাই। আমার দৃঢ় বিশ্বাস একদিন নিজেকে শক্ত করে গড়ে তুলবোই।
দিন কাটছে বেশ .....
✍️রিম🙂