...

7 views

ভুলে গেলে কি করে
আজও নদীর ধারে বসে থাকা কষ্ট দেয় এই আমাকে,
ভুলে যায়নি আমি তোকে ভুলে গেলি মোরে কি করে,
মনে পড়ে সেই বৃষ্টি ভেজা রাস্তায় হেঁটে যেতাম তোর হাতটি ধরে,
তোর হাতের স্পর্শে শিহরিত হতাম প্রতিটি ক্ষণে ক্ষণে,
তোর গন্ধ গায়ে মাখতাম পাগলের মত ভালবাসতাম যে তোরে,
তুই বলেছিলি ছেড়ে যাবি না কোনদিন ছেড়ে গেলি কেন আমাকে,
কোন এক অজানা ঝড়ে কোন কূটচালে,
আমার মায়া ছেড়ে যায় তোকে,
আজ আমি ভীষণ দূরে বহুদূর তোর সীমানার বাইরে,
ব্যবধান করে কি পেলি রে তুই নষ্ট করলি সত্য ভালবাসাকে,
যদি জানতাম মিথ্যে ছিল তোর ভালোবাসা পুরোটাই ছিল অভিনয়,
তবে আমি কি তোকে ধোকা দিতাম রে,
তোর কথাগুলো মনে পড়লে তোর টেক্সট গুলো দেখলে,
বুকের ভেতর কেপে ওঠে কষ্ট কাকে বলে বুঝিয়ে গেলি এই আমারে,
পেয়ে হারানোর ব্যথায় আজ কাঁদি আমি রাত ভোর,
অশ্রুসিক্ত দুঃখ ভরা মন ছুটে যায় তোর দুয়ারে,
তুই বলেছিলি কেন ভালোবাসবি আজীবন সারাটি জীবন ধরে,
তোর ভালবাসায় মহে কাটতে চায় না ভুলতে চাই না আমি যে তোরে,
খুব যতন করে রেখেছি তোকে মোর হৃদয় মাঝে,
ভালোবাসার ক্যানভাসে আঁকা যে শুধু তোর ছবি রে,
তোকে দেখি আমি আমার আকাশে দিনরাত ভালোবাসার ঘোরে,
তোকে খুব ভালোবাসি তুই ছিলি আমার এক পরান পাখি,
ভুলে গেলে কি করে ভালোবাসা সত্য ছিল আমার যে,
আজও তোর ফেলে যাওয়া স্মৃতিগুলো কাঁদায় আমারে,
তুই যে চেয়ারটায় বসতি তুইযে কাপে চা খেতি,তোর পোর্ট্রেট ছবি দেখে কাঁদি আমি,
তোকে ভালোবেসে সারাটি জীবন আগলে রাখতে চেয়েছিলাম রে,
ভুলে গেলে কি করে তোর কি মনে পরেনা তোর করা প্রতিজ্ঞা কে,
সামান্য মনোমালিন্য আমাদের ভালোবাসার সামনে কিছুই না রে,
তোকে হৃদয়ে রেখেছি তুই যাবি না কোন খানে,
তুই শুধু আমার হবি রে, শুধু আমার, সারাবেলা সারারাত ভালোবাসবো তোরে,
ভুলে যা সব অভিমান ভালবাস শুধু আমারে,
সত্য ভালবাসা তুই ভুলে যেতে পারিস না রে
চলো না আবার শুরু করি সব অভিমান ভুলে,
আমি ভালোবাসি তোরে শুধু তোর কারনে,
আমায় একা করে দিস না তোকে ভালোবাসি খুব বেশি রে,
প্রিয়া তুমি ফিরে এসো আমার ভালোবাসার মঞ্জিলে,
রেখেছি জমিয়ে সব ভালোবাসা শুধু তোর জন্যই রে