...

41 views

জীবন দর্শন
শোকাপ্লুত নিঃস্তব্ধ রাত্রি,
জীবনদর্শনের ব‍্যেস্ত রাস্তায় একাকি পথ হাঁটি।
ব‍্যেথার বাঁশির নিরব ক্রন্দন,
ব‍াস্তবতার আঘাতে কম্পিত হৃদয় স্পন্দন।
জলন্ত অগ্নিকুন্ড থেকে নিঃসারিত ধূসর ধোঁয়ার রাশি,
পরিস্থিতির বিপাকে রঙ্গিন স্বপনগুলো,
পড়েছে সত‍্যতার ফাঁসি।
ব‍্যের্থতার ঢেউ এর বিপরীতে সফলতার দাঁড় টানা,
জীবনবৃক্ষের স্পর্শকাতর ডালে,
ফুটে থাকা রক্তজবা।
স্মৃতির দরজায়ে দন্ডায়মান অমলিন ইতিহাস,
হৃদয়ের গহন কোনে মনস্তত্ত্বের চিরবাস।
ভবিষ্যতের চিলেকোঠায়ে ধ্বনিত
অস্তিত্বের সুদূর ডাক,
অনিশ্চয়তার ঘেরাটোপে সময় নির্বাক।
লাবন‍্যময় প্রকৃতিতে বয়ে যাওয়া পরাধিনতার নিঃশ্বাস,
অন্ধকারাচ্ছন্ন সমাধিক্ষেত্রে পড়ে থাকে,
অর্জিত বিশ্বাস।।