...

1 views

ফিরে দেখি যখন
ফিরে দেখি যখন মনের ভেতরে

কিছু কথার আঘাতে অনেক ক্ষত,
কিছু ব‍্যবহারে অন্তর ক্ষত-বিক্ষত।
তবে কিছু মুখের হাসি আশার আলো,
কিছু কথা দারুণ ভালো।

কিছু বাঁকা দৃষ্টি হৃদয় জ্বালায়,
বিশ্বাসঘাতকতা দারুণ ভাবে যন্ত্রণা দেয়,
তবে কেউ কেউ সুনয়নে তাকায়,
ভালোবাসা বাঁচার মন্ত্রণা দেয়।

জীবন নদের তীরে
চেনা-অচেনা ভীড়ে,
গড়ে উঠে কত সম্পর্ক
আবার ভাঙ্গেও তত।

কখনো মনে হয় বুঝি আর হবেনা
আবার ধেয়ে আসে কত সমস‍্যা,
সমাধানের পথে এগোতে এগোতে
জীবন চলে তার গতিতে।

কলমে @ মেরাজ