...

17 views

আমি কবি হব
বসেছি লিখিতে কবিতা, না মেলে কোনো ছন্দ।
ভেবেছি আমি কবি হব, যাই লিখি ভালোমন্দ।

লাইন গুলিই মিলছে না তাই!
নইলে আমি বিশ্বকবি হতাম ভাই।
রবীন্দ্রনাথ কেউ হার মানাতাম,
মোর ছন্দ বিনা কবিতায়।

কবি হব আমি কবি হব, জোর কদমে চলছে কাজ।
কলমে আমি যাই লিখি, কবিদের মতো সাজবো আজ।

মাথায় ঝাঁকড়া চুল রেখেছি, দাড়ি রেখেছি লম্বা।
শার্ট ছেড়ে পাঞ্জাবি পড়েছি আজ, চোখেতে দিয়েছি চশমা।

শান্ত শিষ্ট ভাব আমার, গলার স্বর বড়ো ধীম।
এই সাজেও কেনো আসে না... আমার মাথায় ভালো কোনো গল্পের থীম।

কবিতার লাইন ভুলেছি ভাই, গল্প লেখা শুরু করেছি তাই।
প্লট গুলি সব গুলিয়ে গেছে, গল্প তাই ছেড়েছি মাঝপথে।

ডিটেকটিভে বুদ্ধি ভ্রষ্ট, রোমান্টিকে মন।
প্রকৃতিতে নেইকো প্রেম, এই মোর ছন্নছাড়া জীবন।

গল্প যেহেতু শেষ হয়নি, নটে গাছটিও আর মুড়োয় না।
এই বিরল চিত্তে তাই বুঝি মোর কবি হবার স্বপ্ন ফুরোয় না।।