...

17 views

আমি কবি হব
বসেছি লিখিতে কবিতা, না মেলে কোনো ছন্দ।
ভেবেছি আমি কবি হব, যাই লিখি ভালোমন্দ।

লাইন গুলিই মিলছে না তাই!
নইলে আমি বিশ্বকবি হতাম ভাই।
রবীন্দ্রনাথ কেউ হার মানাতাম,
মোর ছন্দ বিনা কবিতায়।

কবি হব আমি কবি হব, জোর কদমে চলছে কাজ।
কলমে আমি যাই লিখি, কবিদের মতো সাজবো আজ।

মাথায় ঝাঁকড়া চুল রেখেছি, দাড়ি রেখেছি...