...

15 views

সোনালি পাষাণী
মরুর কাছে পরাজিত কোনো একজন সম্রাটের জীবন অন্ত হওয়ার শেষ মুহুর্ত টা।
সোনালী শব্দটি ইতিবাচক সব কিছুতে আমরা ব্যবহার করি। এই কবিতায় সোনালী বালির মরুভূমি কতটা পাষাণ তা প্রকাশ করেছে।
সূর্যদয় নিয়ে আসে নতুন স্বপ্ন। তবে অসহ্য হয়ে ওঠে যদি তা মরনের ক্ষন কাছে নিয়ে আসতে থাকে।

সোনালী পাষাণী
এস এ মার্শাল ০৩/০৯/২০১৮

ভূমিতে চির স্তব্ধতার
ভয়ানক অনুভূতি,
চিকচিক করে বালি
রয়ে আছে নিরবধি।

মেঘ নেই, জীবন্ত নীলাকাশ,
বয়ে বেড়ায় অরোধ্য হাওয়া,...