...

4 views

বিলাপ
রাত্রি গভীর যখন
একফালি চাঁদ মেঘে দাফন।
একটা নিকষ কালো বেশ
নিঃসাড় নিঃশব্দ অনুপ্রবেশ।
যেন গোপন অভিসারে কোনো প্রণয়ী,
সুযোগের অপেক্ষায় অন্যায়ী।

তারপর এলো সেই ক্ষণ
চাঁদ এলো প্রকাশ্যে যখন।
না সে অন্যায়ী, না...