নিশ্চুপ
দিনের আলোয় যায় না দেখা,
অন্ধকারে তার বিরাজ।
সবার সামনে যায় না বোঝা,
নীরবতাতে সে পায় প্রকাশ।
মুখোশধারী সে অদ্ভুত বড়ো,
সদা হাস্য মুখ ও উজ্জ্বল,
মুখোশের আড়ালে রক্তাক্ত হয়ে,
থাকে সে নিঝুম ও নিরুজ্জ্বল।
ভীত সে বড়ো অমায়িক হৃদয়ে,
চাইছে সে এবার...
অন্ধকারে তার বিরাজ।
সবার সামনে যায় না বোঝা,
নীরবতাতে সে পায় প্রকাশ।
মুখোশধারী সে অদ্ভুত বড়ো,
সদা হাস্য মুখ ও উজ্জ্বল,
মুখোশের আড়ালে রক্তাক্ত হয়ে,
থাকে সে নিঝুম ও নিরুজ্জ্বল।
ভীত সে বড়ো অমায়িক হৃদয়ে,
চাইছে সে এবার...