...

19 views

করোনা ভাইরাস এক বিশ্বদ্বন্দ্ব
বিশ্ব মেতেছে আজ বিশ্ব দ্বন্দ্বে,
ঢেকেছে নাক তাই ভাইরাসের গন্ধে।
এই যুদ্ধে নেই গোলা নেইকো কামান,
তবুও মৃত সংখ্যা কেন যায় না থামান।
রণক্ষেত্রে আজ আর নেই কোনো যোদ্ধা,
ঘরে বসে আজ মানুষ করছে স্যোশাল ডিসটেন্সিরি শ্রদ্ধা।
বিপক্ষে নেইকো আজ অন্য কোনো দেশ,
একজোট হয়েছে সবে করতে ভাইরাসের সর্বশেষ।
দোকান হাট বাজার ঘাট হয়েছে আজ বন্ধ,
লক ডাউনে আজ শোনা যায় স্টে হোমের ছন্দ।
লাটে উঠেছে ব্যবসা,আজ ভাঙছে অর্থনীতি,
সাহায্যের নামে শুরু হয়েছে এদেশে আজ জটিল রাজনীতি।
নিজেকে বাচাঁতে আজ গৃহবন্দী জনগণ,
তাই বুঝি বণ্যপ্রাণী বেরিয়েছে করতে রাস্তায় ভ্রমণ।
দিচ্ছে কর্মফল আজ ক্রোধিত ধরণী,
কারণ মানব সমাজ তাঁরে গণ্য করেনি।
তবুও কেন হাই আজ আক্রান্ত নিষ্পাপ বাঘিনী,
সে তো আর অকারণে প্রকৃতিরে মারেনি।
জানি আমি একদিন ক্রোধ ক্ষয় হবে তোমার,
ধ্বংস হবে মৃত্যু খেলার হাতিয়ার করোনার।
দৃঢ় বিশ্বাস মোর জিতবে মানবজাতি,
ফোটাতে তাঁদের মাতা ধরণীর মুখে হাসি।। 😊