...

4 views

বিদ্যালয়
ক্লাস ফোরের ছাত্র রহিম,পড়াশোনায় ছিল বেশ,
লক ডাউন এ ভুলে গেছে সব,খাতা পত্তর সব শেষ,
চক দিয়ে তাকে বোর্ডে পাঠালাম,অক্ষর গুলো গোলমেলে,
মনে নাই কো,কি লিখবো দিদি,সব কিছুই গেছি ভুলে,
হটাৎ দেখি অন্য মনা আরেক ছেলে , যার অন্য দিকে মন,
সবাই কে ডেকে বললাম আমার কথা একটু চুপটি করে শোন,
রচনা লেখ বিদ্যালয়ের,কয়েক টা বাক্য বল,
প্রথম লাইনে বললো সে,বিদ্যালয়ে দেওয়া হয়, চাল ডাল,
আরেক জন ও তুললো হাত,বলবো আমিও ,
বললো সে বিদ্যালয়ে দেওয়া হয় জুতো,
আমি অবাক তাকিয়ে খালি,বুঝলাম এটাই বিদ্যালয়ের রচনা,আমরা সত্যি ই দুই বছরে অনেক টা বিচ্যুত।
ছোট ওরা ,অবোধ ওরা,শিশু ওরা,
ওরা তো নয় চক্ষু বোজা,
ওরা উলঙ্গ রাজার সেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া সেই ছোট্ট ছোড়া,যাদের মেরুদন্ড টা সোজা।


© অনুরাধা

Related Stories