ক্ষত চিন্হ
হৃদয়ে ক্ষত- তা যে কারণেই হোক
সময় এসে সেলাই করে দেবে
শুধু থাকে বেদনার দংশন চিহ্ন।
কখনবা তাও মিলিয়ে যায়
সময়ের ধারায় ।
রোজ রাতে নামে অন্ধকার
চোখে নামে ঘুম,
স্বপ্নপুরির মায়াপরীরা
ছুঁয়ে দিয়ে যায় জাদু...
সময় এসে সেলাই করে দেবে
শুধু থাকে বেদনার দংশন চিহ্ন।
কখনবা তাও মিলিয়ে যায়
সময়ের ধারায় ।
রোজ রাতে নামে অন্ধকার
চোখে নামে ঘুম,
স্বপ্নপুরির মায়াপরীরা
ছুঁয়ে দিয়ে যায় জাদু...